ডেস্কও ওয়েব ডেস্কঃ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত
মাধ্যমিকের ওল্ড কোর্স এবং উচ্চ মাধ্যমিকের যে সকল পরীক্ষা গুলি বাকি ছিল সেগুলি ৫
জুন থেকে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু আচমকা বহিঃরাজ্য থেকে যারা আসছে
তাদের মধ্যে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে অনেক চিন্তা ভাবনা করে
আপাতত পরীক্ষা গুলি স্থগিত রাখা হয়েছে। এখনই রাজ্য সরকার কিংবা শিক্ষা দপ্তর ঝুকি
নিতে চাইছে না। এমনটা জানান শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ।
তিনি আরও বলেন CBSE কি ভাবে তাদের অসমাপ্ত পরীক্ষা গুলি নেয় তা দেখার পর
সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বর্তমানে যারা পরীক্ষার্থী তাদের পরিবারের কেউ যদি হোম
কোয়ারেন্টাইনে থাকে তবে ঐ পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসতে পারবে না। আবার যাদের
হেপাজতে প্রশ্ন পত্র রয়েছে তাদের মধ্যে উত্তর জেলার দুই জন কোয়ারেন্টাইনে রয়েছে।
উদ্ভুত পরিস্থিতির কথা মাথায় রেখে পুনরায় পরীক্ষা গুলি অনির্দিষ্ট কালের জন্য
পিছিয়ে দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী রতন লাল নাথ।

0 মন্তব্যসমূহ