
ডেস্কও ওয়েব ডেস্কঃ রাজ্যের স্কুল গুলি মঙ্গলবার একাদশ
শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করবে। নবম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ করবে
বৃহস্পতিবার। রাজ্য শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে নবম পরীক্ষাত্রিদের প্রাপ্ত
মার্কের সাথে ৫ বিষয়ে মোট ৩৯ গ্রেস মার্ক দেবে। প্রতিটি বিষয়ে কত মার্ক গ্রেস দেয়া
হবে তা নির্দিষ্ট করা হয়েছে।
সেই সাথে প্রতিটি বিষয়ে কাট অফ মার্ক ঘোষণা করা হয়েছে । কাট অফ মার্ক ও গ্রেস
মার্ক মিলিয়ে পাস মার্ক হবে ৩৩। প্রাপ্ত মার্ক ও গ্রেস মার্ক আলাদা ভাবে প্রগ্রেস
রিপোর্ট কার্ড এবং স্কুলের রেকর্ডে উল্লেখ থাকবে। এর পরও যারা ফেল করবে তাদের জন্য
থাকবে “বছর বাঁচাও
পরীক্ষা”-য় বসে পাস করার সুযোগ। স্কুল খোলার এক মাসের মধ্যে এই পরীক্ষা নেয়া হবে।
তবে একাদশের পরীক্ষাত্রিদের কোনও গ্রেস মার্ক দেয়া হবে না। পাস মার্ক অর্জন
করলেই পরবর্তী ক্লাশে উঠবে। সোমবার শিক্ষা অধিকর্তার সাক্ষরিত এই সংক্রান্ত এক
আদেশ বের হয়েছে।

0 মন্তব্যসমূহ