
ডেস্কও ওয়েব ডেস্কঃ স্টেট চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর দায়িত্ব নেয়
কামেশ্বর রাও। ২০২০ সালের ৪ মার্চ তিনি অবসরে যান। এর আগে ৩ ফেব্রুয়ারি একটি নিয়োগ
সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়া হয়। এর জন্য আবেদন করেন ৮ জন। সুপ্রিম কোর্টের নির্দেশ
মোতাবেক মুখ্যসচিব মনোজ কুমার, অতিরিক্ত মুখ্যসচিব এস.কে রাকেশ এবং প্রধান সচিব এল.এইচ ডারলং ৫ মার্চ সেই ৮
জন আবেদন কারীর মধ্য থেকে ৩ জনের নাম শর্ট লিস্টেট করেন।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সরকারী আবাসে বিরোধী দল নেতার উপস্থিতিতে এই ৩ জনের
মধ্য থেকে ১ জনকে বাছাই করে তার নাম রাজ্য পালের কাছে পাঠানো হয়েছে। স্টেট চিফ
ইনফরমেশন কমিশনার হিসাবে একে শুক্লার নাম পাঠানো হয়েছে। তিনি বর্তমানে পুলিশ
একাউন্টেবিলিটি কমিশনের সদস্য।
রাজ্যপাল পরবর্তী সময়ে তাকে নিয়োগ করবেন। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন
করে এই সংবাদ জানান মন্ত্রী রতন লাল নাথ।

0 মন্তব্য