
ডেস্কও ওয়েব ডেস্কঃ ২ এপ্রিল এলিমেন্টারি এডুকেশানে ৮৪ জন গ্র্যাজুয়েট টিচারের এবং আন্ডার
গ্র্যাজুয়েট ৭৫ অফার ছাড়া হয়েছিল।গ্র্যাজুয়েট টিচার হিসাবে অফার প্রাপ্তদের অফার
জমা দেওয়ার শেষ দিন ছিল ১ জুন এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচার হিসাবে অফার
প্রাপ্তদের অফার জমা দেওয়ার শেষ দিন ছিল ২ জুন। কিন্তু দেখা গেছে গ্র্যাজুয়েট ৮৪
জনের মধ্যে ৬৯ জন অফার জমা দিয়েছে এবং আন্ডার গ্র্যাজুয়েট ৭৫ জনের মধ্যে ৩৩ জন
অফার জমা দিয়েছে। মোট ১৫৯ জনের মধ্যে ১০২ জন অফার জমা দিয়েছে। ৫৭ জন অফার জমা
দেয়নি। এই ৫৭ জনের জন্য TRBT-কে চিঠি পাঠানো হচ্ছে। টেট পাশ করা TRBT-র নিকট যে অপেক্ষমাণ তালিকা রয়েছে তাদের মধ্যে ৫৭ জনকে অফার পাঠানোর জন্য।
এইদিকে যে ১০২ জন অফার জমা দিয়েছে তাদেরকে অতিসত্তর পুষ্টিং দিয়ে দেওয়া হবে বলেও
জানান মন্ত্রী রতন লাল নাথ।

0 মন্তব্য