
ডেস্কও ওয়েব ডেস্কঃ ভরা নদী পার হতে গিয়ে তলিয়ে গিয়েছিল টিটন শীল নামে এক যুবক। তার মৃতদেহ
উদ্ধার হয় বাংলাদেশের হবিগঞ্জের সদর উপজেলার লংকরপুর ইউনিয়নেৱ দক্ষিন চর
কালিগঞ্জ গ্রামের পাশে খোয়াই নদী থেকে।
মঙ্গলবার মৃতদেহটি ভারতে ফিরিয়ে নিয়ে আসার জন্য দুই দেশের সীমান্তরক্ষী
বাহিনী অনলাইনে বৈঠকে বসেছে।
২৯ মে টিটন ও তার এক বন্ধু
খোয়াইয়ের লালটিলা শেওড়াতলী বাজারে মদ্যপান করে রাতে বাড়ি ফেরার সময়
নদী পেরোতে গিয়ে টিটন নদীর জলে তলিয়ে যায়। এই ব্যাপারে ৩১ মে নিখোঁজ ডায়েরি
করা হয়েছিল খোয়াই থানায়।

0 মন্তব্য