
ডেস্কও ওয়েব ডেস্কঃ নিজ ঘর থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ।
ঘটনা কল্যানপুর থানা এলাকার বাজার কলোনি গ্রামে।
ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা সিমা রানী আচার্য। বয়স আনুমানিক ৪৫
বছর। দীর্ঘ দিন ধরে তিনি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। রবিবার রাতে নিজ ঘরে
ঘুমিয়েছিলেন সিমা রানী আচার্য। সোমবার সকালে দীর্ঘ সময় পরও ঘরের দরজা না খোলায়
সিমা রানী আচার্যর ভাই সিমা রানী আচার্য-কে ডাকতে যায়। অনেক ডাকার পরও সিমা রানী
আচার্য কোন সাড়া না দেওয়ায়, পরিবারের লোকজন পাড়া প্রতিবেশীদের ঘটনার কথা জানায়।
পাড়া প্রতিবেশীরা এসে ঘরের দরজা খুলে দেখতে পায় ঘরের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে
রয়েছে সিমা রানী আচার্য। সাথে সাথে এ্যাম্বুলেন্সে করে সিমা রানী আচার্যকে নিয়ে
যাওয়া হয় কল্যাণপুর হাসপাতালে। কিন্তু হাসপাতালের চিকিৎসক সিমা রানী আচার্যকে মৃত
বলে ঘোষণা করে দেন।

0 মন্তব্যসমূহ