About Me

header ads

হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ!


ডেস্কও ওয়েব ডেস্কঃ অমরপুর মহকুমা হাসপাতালে থেকে চিকিৎসাধিন রঞ্জিত সাহা (৪০) নামে পূর্ব রাঙামাটির এক বাসিন্দার মৃতদেহ হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে।
সোমবার বিকাল থেকে তাকে কর্মরত স্বাস্থ্য কর্মীরা খুঁজে পাচ্ছিলেন না। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধিন অন্য এক রোগী শৌচাগারে ঢুকতে গিয়ে দেখেন শৌচাগারটি ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ শৌচাগার না খোলায় বিষয়টি হাসপাতাল কতৃপক্ষের গোচরে নেওয়া হয়।
পুলিশ হাসপাতালে ঢুকে শৌচাগারের বন্ধ দরজা ভেঙ্গে ভেতর থেকে নাকে মুখে রক্তাক্ত অবস্থায় দুই দিন ধরে নিখোঁজ রঞ্জিত সাহার মৃত দেহ উদ্ধার করে। রঞ্জিত সাহা পূর্ব রাঙামাটির বাসিন্দা হলেও তার নিকট আত্মীয়দের কেউ তার খোঁজখবর নিতেন না।
বিগত বেশ কয়েক মাস যাবত মহকুমা হাসপাতালই ছিল তার ঠিকানা । তার সঙ্গে থাকা বছর পাঁচেকের একমাত্র পুত্র সন্তানটিও অন্য এক ব্যক্তি দত্তক নিয়েছে । মৃতদেহের ময়না তদন্তের পর শিশু পুত্রের উপস্থিতিতেই অমরপুর মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ