
ডেস্কও ওয়েব ডেস্কঃ ফাঁসিতে আত্মহত্যা পুলিশ কনস্টেবলের। চাঞ্চল্যকর ঘটনা আমবাসার পুলিশ লাইনে।
বুধবার বেলা বারোটা নাগাদ জওহরনগরস্থিত পুলিশ লাইনের পাশে কনস্টেবল মংলা
দেববর্মা (৩৯) এর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় অন্যান্যরা। খবর পেয়ে ছুটে যান জেলা
পুলিশ সুপার কিশোর দেববর্মা সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা।
পুলিশের খাকি প্যান্ট ও গেঞ্জি পরিহিত
অবস্থায় মংলার মৃতদেহ নামিয়ে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ধারণা করা হচ্ছে
রাতভোর বৃষ্টির পর মংলা আত্মহত্যা করে।
তবে কি কারণে এই আত্মহত্যা তা নিয়ে ধন্ধে পুলিশ।
মংলার বাড়ি পশ্চিম জেলার সিধাই মোহনপুর এলাকায়। ময়না তদন্তের পর তার মৃতদেহ
পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হবে।

0 মন্তব্য