
ডেস্কও ওয়েব ডেস্কঃ ফের ধর্ষণের শিকার এক শিশু কন্যা। ঘটনা খোয়াই থানার অন্তর্গত আঠাইবাড়ি
এলাকায়। অভিযুক্ত কথর দেববর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায় ৩১ মে শিশুকন্যাটি নিজ বাড়ীতে ছোট ভাইয়ের সাথে
খেলছিল। শিশু কন্যার মা-বাবা পার্শ্ববর্তী বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায়। এই
সুযোগে অভিযুক্ত যুবক শিশুকন্যাটিকে স্নান করাতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ির
অদূরে ছড়ার পারে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরের দিন শিশুকন্যাটি
অসুস্থ হয়ে পড়ে। তখন বাড়ির লোকজনের সন্দেহ হয়। বাড়ির লোকজন জিজ্ঞাসা করতেই
শিশুকন্যাটি মা-বাবাকে সবকিছু খুলে বলে।
প্রথম দিকে শিশুকন্যাটির মা-বাবা লোকলজ্জার ভয়ে পুলিশের দ্বারস্থ হয়নি। শেষ
পর্যন্ত বুধবার সকালে শিশুকন্যাটির মা-বাবা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে
খোয়াই থানায় মামলা দায়ের করে। থানায় মামলা দায়ের হওয়ার পর খোয়াই থানার
পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার কথা জানান শিশু কন্যার মা।

0 মন্তব্য