
ডেস্কও ওয়েব ডেস্কঃ এক নাবালিকাকে প্রলোভন দিয়ে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক
যুবকের বিরুদ্ধে। ঘটনা বুধবার রাতে সিধাই থানাধীন মোহনপুরের কালা মোড়া এলাকায়।
নাবালিকার পরিবারের অভিযোগ মুলে রাতেই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।
পরদিন বৃহস্পতিবার অভিযুক্ত পিন্টু দেবের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে
নাবালিকার পরিবারের লোকজন। ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন যাবত এই নাবালিকাকে
উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্ত। স্কুলে যাওয়ার সময় এবং তার বাড়ির আশেপাশে এসে
তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। এরই মধ্যে
বুধবার সন্ধ্যা রাতে নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পিন্টুর
বিরুদ্ধে। একই পাড়ায় বাড়ি দুজনের। পেশায় গাড়িচালক পিন্টু।
ঘটনা জানাজানি হতেই মেয়ের বাড়ির লোকেরা রাতেই বিষয়টি পুলিশকে অবগত করে।
পুলিশ রাতেই নাবালিকাকে উদ্ধার করে। যদিও অভিযুক্ত পিন্টু দেব পলাতক বলে
জানিয়েছেন সিধাই থানার ওসি বিজয় সেন। তিনি আরো জানান এই ঘটনায় নাবালিকার
পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগ মূলেই
মামলা রুজু করেছে পুলিশ।

0 মন্তব্য