
ডেস্কও ওয়েব ডেস্কঃ জন্মদাতা পিতার হাতে শ্লীলতা হানির স্বীকার এক নাবালিকা। সামাজিক অবক্ষয় যে
তলানিতে গিয়ে ঠেকেছে তা ফের একবার প্রমান করে দিল তেলিয়ামুড়া থানার অন্তর্গত
গোলাবাড়ি এলাকার ঘটনা।
ঘটনার বিবরণে জানা যায় এলাকার এক ব্যক্তি প্রায়ই মদমত্ত অবস্থায় বাড়িতে এসে
নিজের স্ত্রীকে মারধর করতো। এরই মধ্যে ঐ ব্যক্তির কু-নজর পড়ে নিজের নাবালিকা মেয়ের
উপর। সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি নিজের নাবালিকার শ্লীলতাহানি করে। কে বা কারা এই
ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করে নেয়। পরবর্তী সময় এই ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি
এলাকাবাসিরা দেখার পর প্রতিবাদে সরব হয়।
তখন নাবালিকা ঘটনার কথা তার মাকে জানায়। নাবালিকার মা যথারীতি তেলিয়ামুড়া
থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে। থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ
মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য
বিরাজ করছে। এলাকাবসিরা অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানায়।

0 মন্তব্য