About Me

header ads

কাঞ্চনপুরে আমরণ অনশনে জয়েন্ট মুভমেন্ট কমিটি!


ডেস্কও ওয়েব ডেস্কঃ বুধবার থেকে আমরণ অনশনে বসল যৌথ আন্দোলন কমিটির সদস্যরা। এদিন কাঞ্চনপুর পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন নেতাজী যুব ক্রীড়া সংঘ প্রাঙ্গণে দেশনায়ক মঞ্চে আমরণ অনশনে বসে নাগরিক সুরক্ষামঞ্চ এবং জম্পুইহীলের মিজু কনভেনশনের জয়েন্ট মুভমেন্ট কমিটি।
কাঞ্চনপুরে মিজোরামের উদ্বাস্তুদের জন্য এক ইঞ্চিও ভুমি দেওয়া হবে না। এই দাবিতে প্রথমে সাংবাদিক সম্মেলন এবং এরপর আমরণ অনশনে বসে তারা। ২০১৯ সালের ১০ ডিসেম্বর গঠিত হয় অরাজনৈতিক সংগঠন নাগরিক সুরক্ষামঞ্চ। তাদের কার্যকলাপের সঙ্গে পরবর্তী সময়ে যুক্ত হয় জম্পুইহীলের ৫ টি সামাজিক সংস্থা। এই সমস্ত সংগঠনের গন আন্দোলন কমিটি মিলে আমরণ অনশনে বসে।
সাংবাদিক সম্মেলনে তারা অভিযোগ করেন কাঞ্চনপুর, আনন্দবাজার, জম্পুই থানায় সিএএ নিয়ে আন্দোলনের নামে যারা আক্রমণ সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে মামলা করার পরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থায় নতুন করে তারা মিজোরামের উদ্বাস্তুদের জন্য এক ইঞ্চিও ভুমি দেবেন না। রিয়াংদের ফেরৎ জেতে হবে স্বভূমে। এই দাবী প্রবল ভাবে জানিয়ে এদিন থেকে আমরণ অনশনে বসে যৌথ আন্দোলন কমিটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ