
ডেস্কও ওয়েব ডেস্কঃ বর্তমান পরিস্থিতির মোকাবিলা, বিদ্যালয় পুনরায় খোলা এবং অসমাপ্ত পরীক্ষা গ্রহণে সিদ্ধান্ত নিতে শিক্ষা দফতর
একটি কমিটি গঠন করেছে রাজ্য৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে ওই কমিটিতে
রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান বিধায়ক তপন চক্রবর্তী,
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন এবং বর্তমান
সভাপতি, ত্রিপুরা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাসচিব, দুই শিক্ষা
অধিকর্তা, জাতীয়
স্বাস্থ্য মিশনের অধিকর্তা, শিক্ষক সংগঠনের প্রতিনিধি, ছাত্রছাত্রীদের প্রতিনিধি এবং সাংবাদিক৷
শিক্ষামন্ত্রীর কথায়, খুব শীঘ্রই ওই কমিটির বৈঠকে বর্তমান পরিস্থিতির পর্যালোচনা এবং বিদ্যালয়
পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ পাশাপাশি, অসমাপ্ত পরীক্ষা গ্রহণেও সিদ্ধান্ত হবে৷ তাঁর দাবি,
শিক্ষা দফতর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অসমাপ্ত
পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়েছে৷ বিদ্যালয় পুনরায় চালুর ক্ষেত্রেও প্রস্তুত
দফতর৷ কিন্তু বিভিন্ন বিষয় বিবেচনায় রেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে,
বলেন তিনি৷
সাথে তিনি যোগ করেন, গত মে মাসেই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে
ত্রিপুরায় পুনরায় বিদ্যালয় চালু করা এবং অসমাপ্ত পরীক্ষা গ্রহণে প্রস্তুতি
সম্পর্কে অবগত করেছি৷ কিন্তু নতুন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ আবারও পিছিয়ে
গেছে৷ তাঁর দাবি, গত ৬ জুন থেকে
অসমাপ্ত পরীক্ষা গ্রহণে সূচি স্থির করা হয়েছিল৷ কিন্তু নতুন স্বাস্থ্যবিধি মেনে
অসমাপ্ত পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে৷ কারণ, সিবিএসই পরীক্ষা পিছিয়ে দিয়েছে৷
তাঁর দাবি, কেন্দ্রীয়
সরকার সবুজ সংকেত দেওয়ার সাথে সাথেই অসমাপ্ত পরীক্ষা গ্রহণ করা হবে৷ পাশাপাশি এ
বছর বিদ্যালয় মাসাধিককাল সময় ধরে বন্ধ থাকায় সিলেবাসও কমানো হবে৷ তাতে
ছাত্রছাত্রীদের উপর চাপ কমবে বলে মনে করেন তিনি৷

0 মন্তব্যসমূহ