
ডেস্কও ওয়েব ডেস্কঃ রক্তদান শিবিরে হামলায় রক্তাক্ত হলো স্বেচ্ছায় রক্ত দিতে আসা বাম সংগঠনের
কর্মী সুদীপ সেন, পুলক সেন ও
সঙ্গম বৈদ্য। রবিবার এই ঘটনাটি ঘটে ঋষ্যমুখ ব্লকের দক্ষিন সোনাইছড়ি এলাকায়।
সেখানে এক বাড়িতে সিপিএমের আয়োজিত রক্তদান শিবিরে দলীয় কর্মীরা জড়ো হয়
এবং ব্লাড ব্যাঙ্কের গাড়িও হাজির হয়। সেসময় অতর্কিত হামলা চালানো হয় শিবিরে।
আটকে রাখা হয় ব্লাডব্যাঙ্কের গাড়ি। অভিযোগের তীর শাসকদলের দিকে।
পরে শাসক বিজেপির তরফে স্থানীয় নাট মন্দিরে ব্লাড ব্যাঙ্কের গাড়িটি নিয়ে গিয়ে পৃথক রক্তদান শিবিরের
আয়োজন করা হয় । সেখানে রক্ত দেয় ২৫ জন।

0 মন্তব্যসমূহ