
ডেস্কও ওয়েব ডেস্কঃ বামুটিয়া ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য গণেশ মণ্ডল৷ বর্তমান বামুটিয়া
পঞ্চায়েত সমিতির সদস্য তিনি৷ অভিযোগ শনিবার ভোররাতে তার স্ত্রী অঞ্জনা সরকারের উপর
ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ৷ দীর্ঘদিন যাবৎ গণেশ মণ্ডল তার স্ত্রীকে
চারিত্রিক ভাবে দোষারোপ করে সন্দেহ করত৷ প্রতিনিয়ত শারীরিক নির্যাতন করত বলেও
অভিযোগ৷ এই কারণে বিয়ের এক বছর পরই স্ত্রীকে বাধ্য হয়ে মামলা করতে হয়েছিল৷

পরবর্তী সময় দুই পক্ষের মীমাংসা হলে আবার স্বামীর সাথে সংসার শুরু করে অঞ্জনা৷
এরপরও তার সন্দেহবশত স্ত্রীর উপর নির্যাতন জারি ছিল৷ শনিবার ভোররাতে আচমকাই সে
স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে স্ত্রীর অভিযোগ৷ শুরু হয় দুজনের
ধবস্তাধবস্তি৷ এই সুযোগে অস্ত্র ফেলে দিয়ে স্ত্রীর গলা চেপে ধরে গণেশ৷ এই অবস্থায়
স্ত্রীর বুকে ধারালো অস্ত্রের আঘাত লাগে৷ পরবর্তী সময়ে অঞ্জনার দুই ছেলে ছুটে এসে
মাকে বাঁচায়৷ এই সুযোগে পালিয়ে যায় গণেশ মণ্ডল৷
স্ত্রী অঞ্জনা সরকার প্রাথমিক চিকিৎসার পর বাবার বাড়িতে চলে যান৷ পরবর্তী সময়ে
শনিবার বিকেলে পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন তিনি৷একজন নির্বাচিত জনপ্রতিনিধির
এই ধরনের বর্বরোচিত আক্রমণকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ দাবি উঠছে
গণেশ মণ্ডলকে অতিসত্বর গ্রেফতার কারার দাবি উঠেছে৷ এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে৷

0 মন্তব্য