
ডেস্কও ওয়েব ডেস্কঃ নিজ ঘর থেকে উদ্ধার এক মহিলার রক্তাক্ত
মৃতদেহ। ঘটনা সোমবার সন্ধ্যারাতে ডুকলী স্কুল সংলগ্ন এলাকায়। মৃতার নাম রত্না দেব
ঘোষ। বয়স ৫০ বছর। নিজ ঘরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য
ছড়িয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ। একই
সঙ্গে যায় এসডিপিও অনির্বাণ দাস। নিয়ে যাওয়া হয় ফরেনসিক টিম। এসডিপিও অনির্বাণ
দাস জানান সন্ধ্যায় তাদের কাছে খবর আসে ডুকলি স্কুল সংলগ্ন এলাকায় এক বাড়িতে
মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। সেই মোতাবেক ছুটে আসেন তারা। মহিলার গলায়
আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনার পর পলাতক স্বামী মানিক ঘোষ।
পুলিশ আরও জানিয়েছে কোন একটি বিষয়কে কেন্দ্র করে
স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। এরপরই সকাল থেকে উধাও হয়ে যায় স্বামী মানিক
ঘোষ। পুরুষের প্রাথমিক অনুমান এই হত্যার
পেছনে স্বামী জড়িত রয়েছে। তবে তদন্ত চলছে। স্বামীকে গ্রেপ্তারের জন্য চেষ্টা
চলছে। এখনো ধারালো অস্ত্র উদ্ধার করা যায়নি। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য
ছড়িয়েছে।

0 মন্তব্য