
ডেস্কও ওয়েব ডেস্কঃ রাজ্যে লকডাউনের মধ্যেও বন্ধ নেই নারী ঘটিত
অপরাধ৷ নারীদের উপর নির্যাতন, খুন বেড়েই
চলেছে৷ আরও এক গৃহবধূকে পরিকল্পিত ভাবে খুন করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে
অভিযোগ৷ মৃত গৃহবধূর নাম সুমিত্রা নাথ৷ রবিবার জিবি হাসপাতাল থেকে ময়না তদন্তের পর
মৃতদেহ পরিবারের হাতে তোলে দেওয়া হয়৷ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ মূলে
পুলিশ অভিযুক্ত স্বামী প্রসেনজিত দেবনাথকে গ্রেপ্তার করেছে৷
আজ থেকে ৩ বছর আগে সাব্রুমের দক্ষিণ শ্রীনগরের বাসিন্দা
প্রসেনজিৎ দেবনাথের সাথে বিয়ে হয় সুমিত্রা নাথের৷ ভালবেসেই তাদের বিয়ে হয়েছিল৷
বিয়ের পর তাদের ১টি পুত্র সন্তানও হয়৷ কিন্তু অভিযোগ বিয়ের পর থেকে প্রসেনজিৎ তার
স্ত্রীকে পণের জন্য অত্যাচার করত৷ প্রায়শই মারধর করত৷ এনিয়ে বছর দু’য়েক ধরে তাদের সংসারে ঝামেলা চলে আসছিল৷ মেয়ের সুখের কথা
চিন্তা করে পাত্র পক্ষের দাবি অনুযায়ী সব কিছু মিটিয়ে দেওয়াও হয়েছিল৷ এই অবস্থায়
গত ২৯ মে মেয়ের বাড়ি থেকে ফোনে জানানো হয় সুমিত্রা অসুস্থ হয়ে পড়েছে৷ খবর পেয়ে
বাপের বাড়ির লোকজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে সোজা চলে আসে জিবি
হাসপাতালে৷
কিন্তু সেখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে
ঘোষণা করেন৷ মেয়ের মৃতদেহ হাসাপাতালে রেখেই পরিবারের লোকজনরা সাব্রুম গিয়ে স্বামী
প্রসেনজিতের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ রবিবার জিবি হাসপাতাল থেকে মৃতদেহ ময়না
তদন্তের পর তাদের হাতে তোলে দেওয়া হয়৷

0 মন্তব্য