
ডেস্কও ওয়েব ডেস্কঃ সাত সকালে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করলো এক গৃহবধু । ঘটনা পি.আর বাড়ি থানার
অন্তর্গত গাবতলি স্কুল টিলা এলাকায়। মৃত গৃহবধুর নাম শেফালী দাস।
ঘটনার বিবরণে জানা যায় মৃত গৃহবধু শেফালী দাস বেশ কিছু দিন ধরে মানসিক রোগে
ভুগছিল। তার জন্য ডাক্তারও দেখানো হয়েছে। এরই মধ্যে শুক্রবার সকালে বাড়ির সকলের
নজর এড়িয়ে অ্যাসিড খেয়ে নেয় শেফালী দাস। পরবর্তী সময় বাড়ির লোকজন গুরুতর আহত
অবস্থায় শেফালী দাসকে নিয়ে যায় নিহারনগর হাসপাতালে। সেখান থেকে চিকিৎসক তাকে
বিলোনিয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করে দেয়। বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর
চিকিৎসক শেফালী দাসকে মৃত বলে ঘোষণা করে দেন।
পরবর্তী সময় হাঁসপাতাল থেকে ঘটনার বিষয়ে বিলোনিয়া মহিলা থানাকে অবগত করা হয়।
হাসপাতালে ছুটে আসে বিলোনিয়া মহিলা থানার পুলিশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু
মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

0 মন্তব্যসমূহ