
ডেস্কও ওয়েব ডেস্কঃ আপাতত ত্রিপুরায় আদালত গুলিতে স্বাভাবিক কাজকর্ম শুরু হচ্ছে না৷ ২১ জুন
পর্যন্ত কেবল মাত্র জরুরি ভিত্তিতে মামলার শুনানি হবে৷ তাছাড়া,
রোস্টার মেনেই কর্মচারীরা আদালতে যাবেন৷ করোনা
প্রকোপের কারণেই ত্রিপুরা হাইকোর্ট এই সিদ্ধান্ত রূপায়ণের সময়সীমা বৃদ্ধি করেছে৷
শুক্রবার ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এক নির্দেশিকা জারি করে
বলেছেন, ত্রিপুরা
হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সহ-বিচারপতিরা বিবেচনা করেছেন,
করোনা পরিস্থিতিতে আদালতে চলমান পদ্ধতি বহাল রাখা
হোক৷ সে-মোতাবেক ২১ জুন পর্যন্ত চলমান পদ্ধতি বহাল থাকবে৷ তাতে,
৮ জুন থেকে ২১ জুন পর্যন্ত জরুরি মামলায় বিশেষ বেঞ্চে
শুনানি হবে৷ তেমনি, আদালতের
কর্মচারীরাও চলমান পদ্ধতি মেনে রোস্টার ভিত্তিতে কাজ করবেন৷ ত্রিপুরা হাইকোর্টের
এই নির্দেশে স্বাভাবিকভাবে নিম্ন আদালতেও তা কার্যকর হবে৷

0 মন্তব্য