
ডেস্কও ওয়েব ডেস্কঃ কৃষি জমিতে চাষ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক কৃষকের।
ঘটনা তেলিয়ামুড়া মহকুমার উত্তর হাওয়াইবাড়ি এলাকায়। মৃত কৃষকের নাম পল্টন
সরকার। পরে তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত
বলে ঘোষণা করে। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকালে পশ্চিম হাওয়াইবাড়ি
এলাকার বাসিন্দা হারাধন সরকারের ছেলে পল্টন
সরকার এইদিন সকালে নিজের কৃষি ক্ষেতে কাজ করছিল। কৃষি ক্ষেতের উপরে রয়েছে উচ্চ
ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার।

পল্টন সরকার একটি কাচা বাঁশ সোজা করতেই বাঁশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী
তারের সংস্পর্শে চলে যায়। এতে বিদ্যুতের ছোবলে গুরুতর ভাবে আহত হয় পল্টন সরকার।
এলাকার লোকজন ঘটনা প্রত্যক্ষ করে আহত পল্টন সরকারকে উদ্ধার করে
তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। কিন্তু
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে
এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

0 মন্তব্যসমূহ