
ডেস্কও ওয়েব ডেস্কঃ বোধজং নগর শিল্প তালুকে বহিঃ রাজ্য থেকে আশা গাড়ি গুলির স্যানিটাইজেশনের জন্য
বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগরতলা স্মার্ট সিটি এবং টি আই ডি সি-র সহায়তায়
এই প্রযুক্তি বসানো হয়।
বৃহস্পতিবার এই ট্রাক ডিজইনফেক্সন ট্যানেলের সূচনা করেন টি আই ডি সি-র
চেয়ারম্যান টিঙ্কু রায়। তিনি বলেন সরকার এই ব্যবস্থ করে দিয়েছে। কিন্তু কেবল গাড়ি
নয়। গাড়ি চালক ও সহ চালকদের নিজেদের বর্তমান পরিস্থিতি অনুধাবন করে সময় সময় হাত
ধোঁয়া এবং পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান তিনি। ফ্যাক্টীরর মধ্যে যে দিশা নির্দেশ
দেওয়া হয়েছে তা কেবল সংস্থার জন্য নয়। এটা প্রতেকে নিজের জন্য মেনে চলবে বলে আশা
ব্যক্ত করেন তিনি। ত্রিপুরা সঠিক ভাবে চলে করোনা মুক্ত হয়েছে। কিন্তু এই ধারা
অব্যাহত রাখতে হবে।
টি আই ডি সি- ব্যানিজ্যিক প্রতিষ্ঠান গুলির ছাড় দেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা
নিচ্ছে যাতে সঠিক ভাবে উৎপাদন চালিয়ে যেতে পারে। সঠিক দিশার মাধ্যমে কাজ করে
রাজ্যের উন্নয়নে সমস্ত প্রতিষ্ঠান এগিয়ে আসবে বলে জানান টি আই ডি সি-র চেয়ারম্যান
টিঙ্কু রায়।

0 মন্তব্যসমূহ