About Me

header ads

করোনা মুক্ত ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪!


ডেস্কও ওয়েব ডেস্কঃ নতুন করে রাজ্যে করোনা সংক্রমণ আরও ১২ জন বি.এস.এফ জওয়ানের শরীরে।
রবিবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পরই এই বিষয়ে ট্যুইট করে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জন। শুক্রবার বি.এস.এফ ১৩৮ নং বাহিনীর ২ জন জওয়ানের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

তারপর তাদের সংস্পর্শে আসা বি.এস.এফ জওয়ানদের চিহ্নিত করে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এই নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর দেখা যায় ১২ জনের রিপোর্ট পজেটিভ।
নতুন করে করোনা আক্রান্ত ১২ জনকে নিয়ে আসা হয়েছে জিবি হাসপাতালে। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অযথা আতঙ্কিত না হতে রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য