
ডেস্কও ওয়েব ডেস্কঃ করোনা মুক্ত ত্রিপুরায় ফের করোনা আক্রান্তের হদিশ। নতুন করে দুই জনের শরীরে
করোনা ভাইরাস পাওয়া গেছে। তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে বলে
স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে। করোনা আক্রান্ত দুইজন ধলাই জেলার আমবাসাস্থিত
বি.এস.এফ ১৩৮ নং বাহিনীতে কর্মরত ছিল।
Alert!— Biplab Kumar Deb (@BjpBiplab) May 2, 2020
In Tripura two persons from Ambassa #BSF unit found #COVID19 positive.
Total #COVID19 positive cases in Tripura stands at 4. (Two already discharged, so active hospital cases : 2)
Update at 02:30 pm / 2nd May#TripuraCOVID19Count
ইতিপূর্বে রাজ্যে দুই জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। সেই দুই জন সুস্থ
হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেছে। করোনা মোকাবেলায় দেশের সরকার তৃতীয় দফায় দুই
সপ্তাহ লক ডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে। সমগ্র দেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। একই
সাথে পৃথক পৃথক নির্দেশিকা জারি করা হয়েছে।
ত্রিপুরা রাজ্যের উত্তর ও গোমতী জেলা ব্যতীত বাকি জেলা গুলিকে গ্রিন জোনে রাখা
হয়েছিল। কিন্তু এরই মধ্যে ধলাই জেলায় নতুন করে দুই জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ
পাওয়া যায়। দুই বি.এস.এফ জওয়ানের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পরই তাদেরকে
জিবি হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে নিয়ে আশা হয় চিকিৎসার জন্য।

0 মন্তব্যসমূহ