
ডেস্কও ওয়েব ডেস্কঃ রাজধানীর ৭৯ টিলায় পাওয়ার গ্রিডে সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনার তদন্ত রিপোর্ট
জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। শীঘ্রই রিপোর্ট পরীক্ষা করে দেখে সরকার কার্যকরী ব্যবস্থা নেবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের
মন্ত্রী যীষ্ণু দেববর্মন। তিনি জানান, ইতোপূর্বে পাওয়ার গ্রিডের সংস্কারের পুরো কাজ শেষ হয়েছে। গোটা রাজ্যে
বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক। প্রাকৃতিক দুর্যোগ না হলে পরিষেবা স্বাভাবিক থাকবে
বলেও জানান তিনি।
ট্রান্সফরমার সহ পরিকাঠামোর উন্নয়নেও কাজ চলছে। ৭৯টিলার পাওয়ার গ্রিড এর
অগ্নিকাণ্ডের পর দ্রুত সারাই করেছে, ৩০ মিনিটের মধ্যেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করায় দপ্তরের সকল শ্রেনীর কর্মচারী
ও ইঞ্জিনিয়ারদের তিনি ধন্যবাদ জানান।

0 মন্তব্য