
ডেস্কও ওয়েব ডেস্কঃ মৃতদেহ উদ্ধার রাজধানীতে। জানা যায় বুধবার সকালে অভয়নগর পোস্ট অফিস সংলগ্ন
এলাকার এলাকাবাসীরা এলাকার একটি নর্দমায় এক ব্যাক্তির মৃতদেহ দেখতে পায় এলাকার
জনগন। সাথে সাথে খবর দেওয়া হয়
এনসিসি থানায়, পুলিশ এসে
ঘটনার তদন্ত শুরু করে এবং ময়না তদন্তের জন্য অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি দিয়ে নিয়ে
আসা হয় আগরতলা জিবি হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম রবি দেবনাথ, বাবার নাম স্বর্গীয় রমেশ চন্দ্র দেবনাথ,
বাড়ি- জগৎপুর এজি অফিসের নিকট। সূত্রের খবর অনুযায়ী
মাদকে আসক্তের কারণেই মৃত্যু হয়েছে। তবে চলছে পুলিশি তদন্ত। ঘটনায় এলাকায় তীব্র
চাঞ্চল্য বিরাজ করছে।

0 মন্তব্য