
ডেস্কও ওয়েব ডেস্কঃ শান্তির বাজার রেল স্টেশন সংলগ্ন এলাকায় জলথেকে উদ্ধার এক ব্যক্তির মৃত দেহ।
মৃত ব্যক্তির নাম নকুল বিশ্বাস। বয়স আনুমানিক ৬৫ বছর। মৃত ব্যক্তি গার্দ্দাং গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন।
ঘটনার বিবরণে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত শান্তিকলোনীর বাসিন্দা
নকুল বিশ্বাস সোমবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন এই নিয়ে শান্তিরবাজার
থানার পুলিশকে অবগত করে। সোমবার রাতে অনেক খোঁজাখুঁজি করেও নকুল বিশ্বাসের কোন
হদিশ পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে শান্তিরবাজার রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় রেলব্রীজের নিচে জলের
মধ্যে ভাসমান অবস্থায় নকুল বিশ্বাসকে দেখতেপায় এলাকাবাসী। সাথে সাথে শান্তিরবাজার
থানার পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে শান্তিরবাজার থানার পুলিশ।
নকুল বিশ্বাস গার্দ্দাং পঞ্চায়েতের প্রধান ছিলেন। সেই সুবাদে ওনার মৃতদেহ উদ্ধারের
খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় নেতৃত্বরা।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনার
তদন্তে নেমেছে পুলিশ। শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান মৃতদেহে কোন
ধরনের আঘাতের চিহ্ন নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

0 মন্তব্য