
ডেস্কও ওয়েব ডেস্কঃ তেলিয়ামুরা আর ডি ব্লকের অন্তর্গত মহারানী কপালি বস্তী এলাকায় হাতির তান্ডবে
অতিষ্ঠ সাধারন মানুষ।
শুক্রবার রাতে সাড়ে বারোটা নাগাদ মহারানী কপালি বস্তী এলাকায় সুজিত চৌধুরি
এলাকায় বন্য হাতির দল তান্ডব চালায়। ভেঙে ফেলে সুজিত চৌধুরির রান্না ঘরটি। পরে
বাজী পটকা ফূটিয়ে হাতির দলকে জংঙ্গলে তাড়ানো হয় বলে জানান গ্রামবাসী। পরে শনিবার
সুজিত চৌধুরির বাড়িতে গিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সহযোগিতার আশ্বাস দেন। গ্রামে এই
ধরনের হাতির তান্ডবে আতঙ্কিত মহারানী কপালি বস্তীবাসী।

0 মন্তব্যসমূহ