
ডেস্কও ওয়েব ডেস্কঃ জনস্বাস্থ্যে জরুরি পরিস্থিতিতে সরকারি পদক্ষেপ প্রয়োজনীয়। কিন্তু,
সেই সময়কালে সরকারের দায়বদ্ধতায় নজরদারি ও দেশবাসীর
অধিকার সুনিশ্চিৎ করা আদালতের দায়িত্ব। সুপ্রিম কোর্টর বিচারপতি ডি ওয়াই
চন্দ্রচূড় এই মন্তব্য করেছেন।
রবিবার বিচারপতি চন্দ্রচূড়া বলেছেন, ‘সব জরুরি অবস্থাতেই প্রশাসনের
ভূমিকার নজরদারির ক্ষমতা বিচারব্যবস্থার রয়েছে। জনস্বাস্থ্য জরুরি অবস্থার
প্রেক্ষিতে সরকারকে কিছু পদক্ষেপ করতেই হয়, তবে, সরকারি সব পদক্ষেপ ও বিধিনিষেধ সত্ত্বেও আদালতের কাজ হল দেশবাসীর নাগরিক,
ফৌজদারী ও সাংবিধানিক অধিকার সুনিশ্চিৎকরা,
আইনের শাসন বলবৎ রয়েছে কিনা তা দেখা।’
‘ফিউচার অফ দ্য ভার্চুয়াল কোর্ট
এন্ড অ্যাকসেস টু দ্য জাস্টিস ইন ইন্ডিয়া’ শীর্ষক এক
আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে আদালতোর ভূমিকার কথা বলেন বিচারপতি ডি ওয়াই
চন্দ্রচূড়।
তাঁর কথায়, ‘ভার্চুয়াল কোর্টে শুনানি হল সর্বশেষ পদক্ষেপ। মহামারীর সময়
এছাড়া কোনও উপায় নেই। তবে, ভার্চুয়াল কোর্ট এজলাসে শুনানির বিকল্প হতে পারে না।’

0 মন্তব্য