
ডেস্কও ওয়েব ডেস্কঃ রাজ্য শিক্ষা দপ্তর চলতি শিক্ষা বর্ষ থেকে রাজ্যের ছাত্র-ছাত্রীদের কথা মাথায়
রেখে একটি নতুন প্রকল্প গ্রহণ করেছে। মন্ত্রী সভা আগেই এর অনুমোদন দিয়েছে।
সুপার-৩০ নামে এই প্রকল্পে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার
বিজ্ঞান বিভাগের প্রথম ৩০ জনকে তাদের পছন্দ মতো দেশের বিখ্যাত কোচিং সেন্টারে পড়ার
সুযোগ করে দেবে।

মাধ্যমিক উত্তীর্ণরা ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল নিয়ে দেশের সুপ্রতিষ্ঠিত কোচিং
সেন্টারে পড়াশুনা করার সুযোগ পাবে। এই জন্য তালিকা তৈরি করবে ত্রিপুরা মধ্য শিক্ষা
পর্ষদ। এসসি দের মধ্য থেকে প্রথম ২০ জন, এসটি দের মধ্যে থেকে প্রথম ৩০ জন এবং অন্যান্যদের থেকে প্রথম ৫০ জনের তালিকা
তৈরি করা হবে। ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ রয়েছে। তাদের পরিবারের
রোজগার বাৎসরিক ৮ লক্ষ টাকার নিচে হতে হবে। এতে করে অন্যান্য থেকে ১৬ জন,
এসটি থেকে ৯ জন, এসসি থেকে ৫ জন পাওয়া যেতে পারে। প্রথম তালিকায় থাকা কোন
প্রার্থী যেতে অনিহা প্রকাশ করলে সুযোগ পাবে অপেক্ষমাণ তালিকায় থাকা
ছাত্র-ছাত্রীরা। একই সঙ্গে তাদের পড়াশুনার বিষয়ে পর্যবেক্ষণ করার জন্য একটি কমিটিও
গঠন করা হয়েছে। কোন প্রার্থী সফল না হলে তার অনুদান বন্ধ করে দেবে দপ্তর। শনিবার
মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ।

0 মন্তব্য