
ডেস্কও ওয়েব ডেস্কঃ লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে ট্রেনভাড়া দাবি করেছে
কেন্দ্র। এই অভিযোগে নরেন্দ্র মোদী সরকারকে এক হাত নিলেন বিজেপি নেতা এবং
রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। ক্ষুধার্ত শ্রমিকদের থেকে ভাড়া দাবি করা
মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি।
হাইলাইটস
Ø সুব্রহ্মণ্যম
বলেন, 'অভুক্ত
শ্রমিকদের থেকে ট্রেনের ভাড়া চাওয়া অত্যন্ত অন্যায়'
Ø 'এয়ার ইন্ডিয়া
যদি বিদেশে আটকে পড়া ভারতীয়দের বিনামূল্যে ফিরিয়ে দিতে পারে, তাহলে রেল কেন
পারবে না।'
সুব্রহ্মণ্যম বলেন, 'অভুক্ত শ্রমিকদের থেকে ট্রেনের ভাড়া চাওয়া অত্যন্ত অন্যায়। এয়ার ইন্ডিয়া যদি
বিদেশে আটকে পড়া ভারতীয়দের বিনামূল্যে ফিরিয়ে দিতে পারে, তাহলে রেল কেন পারবে না। আর রেলকে যদি টাকা দিতেই হয়,
তা হলে পিএম কেয়ারস ফান্ড থেকে সেই টাকা মেটানো হোক।'
পরে অবশ্য নিজের বক্তব্য থেকে কিছুটা সরে আসেন সুব্রহ্মণ্যম স্বামী। পরে তিনি
বলেন যে এই বিষয়ে রেলমন্ত্রী পীযুশ গয়ালের সঙ্গে তাঁর বিস্তারিত কথা হয়েছে। তিনি
দাবি করেন যে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেনের যে ভাড়া তার ৮৫ শতাংশ
দিচ্ছে কেন্দ্র, ১৫ শতাংশ নেওয়া
হচ্ছে রাজ্যগুলির থেকে। কোনও শ্রমিককে এই ট্রেনে উঠতে টিকিট কাটতে হবে না।

0 মন্তব্যসমূহ