
ডেস্কও ওয়েব ডেস্কঃ বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড জিবি ৭৯ টিলাস্থিত পাওয়ার গ্রিডের সাবস্টেশনের
ব্যাপক ক্ষতি হয়। রাতেই ঘটনাস্থলে ছুটে যান উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের
মন্ত্রী জিষ্ণু দেববর্মণ। কথা বলেন দপ্তরের প্রকৌশলীদের সাথে। রাতেই ঘটনার তদন্তের
নির্দেশ দেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী জিষ্ণু দেববর্মণ।
এই তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে শুক্রবার উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ
দপ্তরের মন্ত্রী জিষ্ণু দেববর্মণকে প্রশ্ন করা হলে তিনি জানান এখনো তদন্ত চলছে।
তদন্ত শেষে যারা দায়ি বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
টেকনিক্যাল রিপোর্ট প্রদান করার জন্য বলা হয়েছে টেকনিক্যাল অধিকর্তাকে। তিনি তদন্ত
কমিটির প্রধান। ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করার জন্য বলা হয়েছে।
তিনি আরও জানান সকলে এক সাথে মিলে কাজ করার ফলে ঘটনার দিন দ্রুত বিদ্যুৎ
পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়েছে। তার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। জিবি ৭৯
টিলাস্থিত পাওয়ার গ্রিডের সাবস্টেশনের যে ক্ষতি হয়েছে তা তিন দিনের মধ্যে সারাই
করা সম্ভব হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

0 মন্তব্যসমূহ