
ডেস্কও ওয়েব ডেস্কঃ বর্তমান পরিস্হিতির কথা মাথায় রেখে রাজ্যের শিক্ষা মন্ত্রী বুধবার রাজ্যের
বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সাথে শিক্ষা ভবনে এক বৈঠক করেন। বৈঠকে রাজ্যের
বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি না করার বিষয়ে কতৃপক্ষের সাথে তিনি আলোচনা করেন।
তিনি বলেন, বেসরকারি স্কুল
কতৃপক্ষকে এই বিষয়ে অবগত করে পূর্বে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি বুধবার ১৫ টি
বেসরকারি স্কুল কতৃপক্ষের সাথে আলোচনা করে আহ্বান জানানো হয়,
যাতে এবছর স্কুল কতৃপক্ষ ফি বৃদ্ধি না করে এবং বিগত
বছরের তুলনায় এবছর কিছু কিছু ক্ষেত্রে ফি কম করার কথা জানানো হয়।
তিনি আরও বলেন, স্কুল
কতৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে তারা স্কুল পরিচালন কমিটির সাথে এবিষয়ে আলোচনা করে
কি সিদ্ধান্ত গ্রহণ করেছে স্কুল কতৃপক্ষ তা যেন শিক্ষা দপ্তরকে জানানো হয়। এইদিন
বৈঠকে এছাড়াও উপস্হিত ছিলেন দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা।

0 মন্তব্যসমূহ