
ডেস্কও ওয়েব ডেস্কঃ টার্মিনেশন লেটার না দিয়ে চাকুরীর বাতিল করা হয়েছে। এদিকে রাজ্য সরকার কর্তৃক
করোনা সময়ে একটি অনুদান দেওয়া হয় ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের। অভিযোগ সেই অর্থের
টাকা এখনো একাউন্টে ডোকেনি।
তাঁরা আরও দাবী করেন যে যাদের কারণে তাদের চাকুরীচ্যুত হতে হয়েছে তা তদন্ত করে
অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক এই দাবি তোলেন ত্রিপুরা সরকারী ১০৩২৩ এড হক পে
শিক্ষক কর্মচারী সংগঠনের সভাপতি বিমল সাহা। দ্রুত তদন্ত করে যারা জড়িত রয়েছেন
তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান তারা।
বৃহস্পতিবার নেহেরু উদ্যানে সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানান তিনি।

0 মন্তব্যসমূহ