
ডেস্কও ওয়েব ডেস্কঃ লক ডাউন চলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সমস্ত প্রতিষ্ঠানে সামাজিক
দূরত্ব বজায় রেখে কাজ চলছে। কিন্তু তাঁর পরেও ছোট্ট পরিসরে কবি গুরুর জন্ম দিন
পালন করা হচ্ছে। কবিগুরুর ১৫৯তম জন্ম দিবস। কবি গুরুকে ছাড়া মানুষ সম্পূর্ণ নয়।
প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন কবি গুরু।
ত্রিপুরায় বহুবার কবি গুরু এসেছেন। এই রাজ্যের মহারাজারা কবি গুরুকে সম্মান
জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ছোট পরিসরে কবি গুরুর জন্ম দিন পালন করে শিক্ষা
দপ্তর। এদিন রাজধানীর শিশু বিহার স্কুলে কবি গুরুর জন্ম দিন পালন করা হয়। উপস্থিত
ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। কবি গুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। কবি
গুরুর চিন্তা ভাবনায় সমস্ত কিছু রয়েছে। তাঁকে ছাড়া চিন্তাই করা যায়না।
জীবনে চলার পথে বাধা থাকবে না। এই ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিত্বের আদর্শকে
মেনে চলতে হবে। এই ক্ষেত্রে কবি গুরুর ধ্যান ধারনা ছাড়া উত্তোরন সম্ভব নয়। আগামী
ছাত্র ছাত্রীদের তাঁর নির্দেশিত পথে চলার জন্য আহ্বান জানান মন্ত্রী রতন লাল নাথ।

0 মন্তব্যসমূহ