
ডেস্কও ওয়েব ডেস্কঃ ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। শুক্রবার করাচি বিমানবন্দরের কাছে পাকিস্তান
ইন্টারন্য়াশনাল এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। ওই
বিমানটিতে ৯০ জন যাত্রী ছিলেন, সংবাদসংস্থা দ্যা ডন সূত্রে খবর। জানা যাচ্ছে, করাচি বিমানবন্দরের কাছে একটি জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে
পড়েছে বিমানটি।
Plane crash site in Karachi pic.twitter.com/CEBE7mB34J— Kartikeya Sharma (@kartikeya_1975) May 22, 2020
কিস্তান ইন্টারন্য়াশনাল এয়ারলাইন্সের মুখপাত্র আব্দুল সাত্তারকে উদ্ধৃত করে দ্যা ডন জানিয়েছে, ওই বিমানটিতে
৯০ জন যাত্রী ও ৮ ক্রু সদস্য ছিলেন। বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিল।
সোশ্যাল মিডিয়ায় বিমান ভেঙে পড়াল মুহূর্তের ভিডিও চোখে পড়েছে। ভিডিওতে দেখা
যাচ্ছে, চারদিকে ধোঁয়ায়
ঢেকে গিয়েছে। অ্যাম্বুল্য়ান্স ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে খবর।

0 মন্তব্য