
ডেস্কও ওয়েব ডেস্কঃ নিজ বাড়িতেই স্নান করতে গিয়ে পুকুর জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির।
পরিবারের লোক জানান, কাজের শেষে বাড়ি ফিরে সন্ধ্যায় বাড়ির পুকুরে স্নান করতে
নেমে পুকুরের জলেই ডুবে মৃত্যু হল নারায়ন দেবনাথ(৫০) নামে এক গাড়ি চালকের। ঘটনা
ধর্মনগর মধ্যপাড়া এলাকায়।
স্নগবাদে প্রকাশ যে, প্রতিদিনের মত শনিবারও নারায়ন দেবনাথ সারাদিন গাড়ি
চালিয়ে বাড়ি ফিরে সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ির পুকুরে স্নান করতে নেমেছিল এরপর
দীর্ঘ সময় ঘরে না ফেরায় শুরু হয়
খোঁজাখুঁজি।
রাত ৮টা নাগাদ তার দেহ পুকুরের জলে ভাসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া
হয় ধর্মনগর হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। রাতেই তার দেহ
ধর্মনগর হাসপাতালে মর্গে রাখা হয়। রবিবার সকালে ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়ির লোকেদের
হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়।

0 মন্তব্য