
ডেস্কও ওয়েব ডেস্কঃ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক গৃহবধূর। মৃতার বাপের বাড়ির অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের। মৃতার মেয়ে এই ঘটনায় পিতার বিরুদ্ধে আগুন লাগানোর
বিষয়টি প্রত্যক্ষ করে। তার অভিযোগ মূলে মৃতার বাপের বাড়ির লোকেরা স্বামীর বিরুদ্ধে
মামলা দায়ের করে।

মৃতার পিতা খোকন দাস জানান ৯ বছর আগে বিয়ে হয় বিশ্রামগঞ্জের কাজল সরকারের
সঙ্গে লিপিকা দাসের। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিগত বেশ কয়েক মাস যাবৎ
স্বামী স্ত্রীর মধ্যে বচসা ছিল। স্ত্রীকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য চাপ দিত
স্বামী। না এনে দিলে তাকে মারধোর করা হত বলে অভিযোগ। মদমত্ত অবস্থায় থাকত স্বামী।
দুইবার স্বামী ঘর ছেড়ে দেয় স্ত্রী।
বৃহস্পতিবার বিকালে খবর পান মেয়ের গায়ে আগুন লেগেছে বলে জানতে পারেন তিনি।
স্বামী বিশ্রামগঞ্জ থেকে ফিরে মারধোর করে বলে জানান তিনি। ঘরের দরজা বন্ধ করে
স্ত্রীর গায়ে আগুন লাগায় স্বামী বলে অভিযোগ। সেখান থেকে উদ্ধার করে জিবিতে আনা হলে
মৃত্যু হয় গৃহবধূ লিপিকা দাসের।

0 মন্তব্যসমূহ