
ডেস্কও ওয়েব ডেস্কঃ কুখ্যাত নেশা কারবারি রামু সাহাকে ৭ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিল আদালত।
ঘটনার বিবরণে জানা যায় সম্প্রতি রাজধানীর বুকে কুখ্যাত নেশা কারবারি রামু সাহার গোডাউন
থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ। যদিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়
অভিযুক্ত। পরবর্তী সময় পূর্ব আগরতলা থানার পুলিশ রামু সাহার বিরুদ্ধে NDPS
Act -এ মামলা গ্রহণ করে।

অবশেষে সোমবার পুলিশ কুখ্যাত রামু সাহাকে জালে তুলতে সক্ষম হয়। মঙ্গলবার পুলিশ
রিমান্ডের আর্জি জানিয়ে রামু সাহাকে পশ্চিম জেলার অতিরিক্ত দায়রা আদালতে সোপর্দ
করা হয়। আদালত উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর রামু সাহার ৭ দিনের পুলিশ
রিমান্ড মঞ্জুর করে বলে জানান সরকারী আইনজীবী বিশ্বজিৎ দেব।
তিনি আরও জানান রামু সাহার বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় NDPS
Act -এ মামলা ছিল। সেই মামলার
পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

0 মন্তব্যসমূহ