
ডেস্কও ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার
জমিতে পাওয়া গেছে এক সদ্যজাত কন্যা শিশুর মৃতদেহ। শিশুর জন্মদাত্রী সন্দেহে পুলিশ ধরে নিয়ে এলো
বছর পঁয়ত্রিশের এক স্বামী পরিত্যাক্তা
মহিলাকে।
ঘটনা পুরান রাজবাড়ি থানাধীন দক্ষিন রাধানগরের পাল কলোনী এলাকায়। সদ্যজাত
উদ্ধার ও অসহায় মহিলাকে থানায় তুলে আনা- দুটোই সমাজকে লজ্জায় ফেলেছে।
পুলিশ মহিলাকে হাসপাতালে নিয়ে গেছে ডিএনএ টেস্ট করতে। শিশুর ডিএনএ -র সাথে
মিলিয়ে দেখবে। বিড়ম্বনায় মহিলা ও তার পরিবার।

0 মন্তব্যসমূহ