
ডেস্কও ওয়েব ডেস্কঃ সোমবার থেকে লাগু হয়েছে নতুন নিয়ম। সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া
হয়েছে। এই অবস্থায় সপ্তাহের প্রথম দিন শহর আগরতলা পুরনো ছবি লক্ষ্য করা গেছে।
রাস্তায় প্রচুর দোকান পাট ছিল খোলা। যান বাহনের সংখ্যাও ছিল বেশী। এদিন থেকে তৃতীয়
দফার লক ডাউনে প্রবেশ করল দেশ ও রাজ্য।
কিন্তু গ্রীন জোনে থাকা এলাকা গুলিকে বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। জে
কারণে শহরে ভীর পরিলক্ষিত হয়। সমস্ত অফিস ছিল খোলা। অনেক কর্মী অফিস মুখী হয়েছে।
তারপরেও সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বিনা প্রয়োজনে অন্যান্যরা যাতে
বাড়ি থেকে বের না হোন। বাড়ি থেকে বের হলে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে
সকলের কাছে। করোনার বিরুদ্ধে লড়াই চলছে। এই লড়াইকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে
সঠিক ভাব সরকারী নির্দেশ মেনে চলতে হবে রাজ্যবাসীকে তাই মত বিশেষজ্ঞদের।

0 মন্তব্যসমূহ