
ডেস্কও ওয়েব ডেস্কঃ কোয়ারেন্টিনে থাকা স্বাস্থ্যকর্মীদের অভাব অভিযোগ খতিয়ে দেখলেন জেলা শাসক,
বিধায়ক ও মহকুমা শাসক। করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসা জেলা হাসপাতালের
চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা কোয়ারান্টিনে রয়েছেন স্থানীয় পঞ্চায়েত রাজ ট্রেনিং
ইনস্টিটিউটে। তাদের সমস্যা ও অভিযোগ এবং পরিষেবার দিকগুলি খতিয়ে দেখতে সরজমিনে পিআরটিআই
পরিদর্শন করলেন বিধায়ক পরিমল দেববর্মা সহ জেলা শাসক ও মহকুমা শাসক।

বৃহস্পতিবার কোয়ারেন্টিনে থাকা
স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন জেলা শাসক, বিধায়ক ও মহকুমা শাসক। এদিন স্বাস্থ্যকর্মীরা তাদের বিভিন্ন
সমস্যার কথা জানান। খাবারের পরিমাণ ও গুণমান, পানীয় জল ও পরিস্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে তাদের
অভিযোগ জানান স্বাস্থ্যকর্মীরা। তাদের অভিযোগের নিষ্পত্তির বিষয়ে আশ্বাস দেন জেলা শাসক।
বিধায়ক পরিমল দেববর্মা জানান নিয়ম অনুযায়ী স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের কোয়ারেন্টাইনে
রাখা হচ্ছে। কিন্তু স্থানীয় মানুষের বাধাদেওয়ার মত কোন বিষয় নেই বলে জানান
তিনি। এদিন জেলা শাসক ও জনপ্রতিনিধিদের
সফরে সন্তোষ ব্যক্ত করেন কোয়ারান্টিনে থাকা স্বাস্থ্যকর্মীরা।

0 মন্তব্যসমূহ