
ডেস্কও ওয়েব ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে আটকে থাকা উত্তর-পূর্বের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর
ব্যবস্থা করুন, কেন্দ্রকে
সোমবার এই আর্জিই জানাল মিজোরাম বিজেপি। মিজোরাম বিজেপির সভাপতি ভানলালমুয়াকা বলেন,
“যেভাবে দেশের
বিভিন্ন রাজ্যের শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে,
তেমনই উত্তর-পূর্বের মানুষদের জন্যও যাতে ব্যবস্থা
করা হয় সে জন্য আমরা রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে অনুরোধ করেছি…”।
উল্লেখ্য, পরিযায়ী শ্রমিক,
আটকে পড়া ছাত্র এবং পর্যটকদের বাসে বা ট্রেনের
মাধ্যমে ঘরে ফেরানোর ব্যবস্থা করতে গত সপ্তাহে রাজ্য সরকারগুলিকে অনুমতি দিয়েছিল
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভানলালমুয়াকা জানিয়েছেন রাজ্য বিজেপির তিন নেতাকে
বিশেষ ট্রেন-বাসের বিষয়টি দেখভাল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

0 মন্তব্যসমূহ