
ডেস্কও ওয়েব ডেস্কঃ রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফের বিরুদ্ধে এবার বড় অভিযোগ আনল মহারাষ্ট্র সরকার।
তদন্তকারীদের ‘ভয় দেখিয়েছেন
এবং শাসিয়েছেন’ এই অভিযোগে এবার অর্ণবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল মহারাষ্ট্র সরকার।
প্রসঙ্গত, ২১ এপ্রিল
পালঘরে গণহত্যা নিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অর্ণবের ‘অবমাননাকর’ মন্তব্যর প্রেক্ষিতে ১২ ঘন্টার ম্যারাথন জেরা করে মুম্বাই পুলিশ।
২ মে মহারাষ্ট্র সরকারের দায়ের করা পিটিশনে বলা হয় যে তদন্তকারীদের ভয় দেখিয়ে
কিংবা শাসিয়ে এই মামলাকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে তা খতিয়ে দেখা এবং পাশাপাশি
তদন্ত কতটা ন্যায্য এবং স্বচ্ছভাবে হচ্ছে তার দিকেও লক্ষ্য রাখা। এছাড়াও সুপ্রিম
কোর্টের দেওয়া ‘অন্তর্বর্তীকালীন
সুরক্ষা’ যেন অপব্যবহার না করেন অর্ণব সেই বিষয়টির দিকেও লক্ষ্য রাখার আবেদন করা হয়েছে।
পিটিশনে এও বলা হয়েছে যে ‘অর্ণব নিজের পেশা এবং তাঁর চ্যানেলকে ব্যবহার করেছেন অস্ত্র
হিসেবে। কমিশনার-সহ পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, অবমাননাকর বিষয় প্রকাশ করার কথাও বলেছেন।’ এমনকী, ‘তদন্তের সময় আধিকারিকদের মনস্তত্বকে হাতিয়ার করেই’ এই কাজ করেছেন তিনি।

0 মন্তব্যসমূহ