
ডেস্কও ওয়েব ডেস্কঃ করোনাভাইরাস
মোকাবিলায় দেশে লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হল। আগামী ৩ মে’র পর
আরও ২ সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানা
যাচ্ছে। উল্লেখ্য,
আগামী ৩ মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। আগামী ১৭ মে পর্যন্ত দেশজুড়ে চলবে
তৃতীয় দফার লকডাউন, কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে।
প্রসঙ্গত, করোনা রুখতে গত
২৫ মার্চ দেশজুড়ে প্রথম লকডাউন জারি করা হয়। প্রথম দফার লকডাউন শেষ হয় গত ১৪
এপ্রিল পর্যন্ত। ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করে মোদী
সরকার।
তৃতীয় দফার
লকডাউনে কী কী নিষেধাজ্ঞা থাকছে, জেনে নিন…
* রেল-বিমান-মেট্রো
পরিষেবা বন্ধ থাকবে
* সড়কপথে
আন্ত:রাজ্য পরিবহণ বন্ধ থাকবে
* স্কুল-কলেজ-সহ
সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
* হোটেল ও
রেস্তোঁরা বন্ধ থাকবে
* সিনেমা হল, শপিং মল, জিম, স্পোর্টস
কমপ্লেক্স বন্ধ থাকবে
* সামাজিক, রাজনৈতিক ও
সাংস্কৃতিক জমায়েত নিষিদ্ধ
* ধর্মীয় স্থান
বন্ধ থাকবে
অন্যদিকে, করোনা
পরিস্থিতি পর্যালোচনা করে রেড জোন, অরেঞ্জ জোন ও গ্রিন জোনের তালিকা প্রকাশ করল স্বাস্থ্য মন্ত্রক। দেশের মোট ১৩০ জেলাকে রেড জোনের তালিকায় রাখা হয়েছে। অরেঞ্জ
জোনের তালিকায় রয়েছে ২৮৪টি জেলা। ৩১৯টি জেলাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা
হয়েছে।

0 মন্তব্যসমূহ