
ডেস্কও ওয়েব ডেস্কঃ সোমবার ত্রিপুরায় নতুন করে ১৩ জন ব্যক্তির শরীরে মারাত্মক করোনা ভাইরাসের
উপস্থিতি ধরা পড়ার পর রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৯ জনে বৃদ্ধি পেয়েছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, সোমবার রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ১৩ জন লোকের
ভিতর ১১ বিএসএফ জওয়ান এবং দুজন বিএসএফ জওয়ান পরিবারের সদস্য বলে জানা গেছে।
Alert!— Biplab Kumar Deb (@BjpBiplab) May 4, 2020
More 13 persons including two kids of 138th-Bn #BSF Ambassa found #COVID19 positive.
Total #COVID19 positive cases in #Tripura stands at 29 (2 already discharged, so active cases : 27).
Don't panic, follow the Govt guidelines and Stay at Home.#TripuraCOVID19Count
আক্রান্ত ২৯ জন ব্যক্তির ভিতর ইতিমধ্যে দুজন সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করেছেন।
এবং চিকিৎসালয় থেকে তাঁরা বাড়ি ফিরেছেন।
অন্যদিকে, ত্রিপুরার
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যবাসীকে শংকিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং সরকারি
নিয়ম মেনে ঘরে আবদ্ধ থাকার কথা জানিয়েছেন।
উল্লেখ্যযোগ্য যে, উত্তর-পূর্বের
ভিতর অসম এবং ত্রিপুরায় সর্বাধিক সংখ্যক ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

0 মন্তব্যসমূহ