
ডেস্কও ওয়েব ডেস্কঃ একের পর পর পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে ফের প্রশ্ন উঠছে লকডাউনে শ্রমিক
নিরাপত্তা নিয়ে। মঙ্গলবার মহারাষ্ট্র থেকে যে বাসে করে শ্রমিকেরা নিজভূমে ফিরছিলেন
সেই বাসটি ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ে। ঘটনাস্থলেই মারা যান তিন পরিযায়ী শ্রমিক।
মহারাষ্ট্রের যুবতমল এলাকার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উদয়সিং চান্দেল
বলেন, “মহারাষ্ট্র রাজ্য ভূতল পরিবহনের বাসে নাগপুর থেকে সোলাপুর
অবধি ৩০ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল ৪টে নাগাদ বাসটি একটি
ট্রাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ট্রাক ড্রাইভারের। মৃত্যু হয় তিন
পরিযায়ী শ্রমিকের। আহত হয়েছে ২৬ জন।”
পুলিশ সুপার আরও জানান যে, ” সব পরিযায়ীদের
মহারাষ্ট্র সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। যেখান থেকে তাঁরা নিজ নিজ রাজ্যে যেতে
পারে। তাঁদের মধ্যে অধিকাংশই ছত্তিশগড় এবং ঝাড়খন্ডের বাসিন্দা।”

0 মন্তব্য