
ডেস্কও ওয়েব ডেস্কঃ চাম্পামুরার দেবনাথ নার্সারি পরিদর্শন করেন রাজ্যপাল রমেশ বৈশ। শুক্রবার দুপুরে
চাম্পামুরা স্থিত নার্সারি পরিদর্শনে যান রাজ্যপাল। দীর্ঘ ১২ বছর যাবত এই নার্সারি
চালাচ্ছেন মালিক দুলাল দেবনাথ। বর্তমানে প্রত্যেকদিন ১০ থেকে ১২ জন শ্রমিক কাজ
করছেন নার্সারিতে। তার এই বাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন রাজ্যপাল।
তিনি বলেন হটিকালচারে তার বিশেষ আগ্রহ রয়েছে। ত্রিপুরাতে কিভাবে এই হটিকালচার
এর মাধ্যমে বিকাশ ঘটানো চায় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তার জন্য প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করার জন্য তার এই সফর। শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে সরকারি উদ্যোগ
অব্যাহত রয়েছে বলে জানান তিনি। হটিকালচারের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক বিকাশ ভারত
অমৃত হবে বলে আশা ব্যক্ত করেন রাজ্যপাল রমেশ বৈশ।
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জানান সঠিক নির্দেশিকা রাজ্যের জনগণ
মেনে চলায় এ রাজ্যে তেমনভাবে করোনা প্রকট হতে পারেনি। দ্রুত রাজ্য স্বাভাবিক হবে
এই আশা ব্যক্ত করেন রাজ্যপাল রমেশ বৈশ।

0 মন্তব্য