About Me

header ads

উত্তর সিকিম সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষ ঘিরে উত্তেজনা!


ডেস্কও ওয়েব ডেস্কঃ ভারত-চিন সীমান্তে শনিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুদেশের সেনা জাওয়ানরা। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছেন।
সূত্রের খবর, মুঙ্গুথাঙ্গের কাছে নাকুলা সেক্টারে বিতর্কিত ভারত-চিন সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটে। মুঙ্গুথাঙ্গ পার করে প্রায় সমুদ্রপৃষ্ট থেকে ৫ হাজার ফুট উচ্চতায় এই নাকুলা সেক্টর অবস্থিত।
জানা গিয়েছে, দুদেশের সেনা জওয়ানরাই খুব আগ্রাসী ছিলেন। সংঘর্ষে জখম হয়েছেন দুতরফের বেশ কয়েকজন জওয়ান। তবে, ভারত-চিন সেনাবাহিনীর স্থানীয়স্তরে আলাপ আলোচনার ভিত্তিতে অল্প কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা কমে যায়।
ভারত-চিন সীমান্ত নিয়ে বিতর্ক রয়েছে। যা নিয়ে দুদেশের বিরোধও দীর্ঘ দিনের। সাধারণত, সেনাস্তরে পারস্পরিক আলোচনার ভিত্তিতেই বিরোধ মিটিয়ে ফেলা হয়। তাই শনিবারের ঘটনাকে ব্যতিক্রম বলেই মনে করা হচ্ছে। দীর্ঘ দিন পর সীমান্তে আবারও দুদেশের সেনা জওয়ানরা মুখোমুখি সংঘর্ষে জড়াল বলে সূত্রে মারফত জানা যাচ্ছে।
বছর তিনেক আগে চিনের ডোকলাম সড়ক নির্মাণের বিরোধ করেছিল ভারত। ওই এলাকা ভূটান ও চিন- দুপক্ষই নিজেদের বলে দাবি করে। সেই সময় টানা ৭৩ দিন ধরে ভারত-চিন দুই দেশের সেনা মুখোমুখি অবস্থান করেছিল। চাপা উত্তেজনা থকলেও তখন সংঘর্ষের ঘটনা ঘটেনি। অবশ্য, ২০১৭ সালে লাদাখ সীমান্তে ভারত-চিনের সেনা জওয়ানরা হাতাহাতি-পাথর ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ