
ডেস্কও ওয়েব ডেস্কঃ শুক্রবার আগরতলা জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে রাজ্যের শিক্ষামন্ত্রী
রতন লাল নাথের উপস্থিতিতে একটা রিভিউ মিটিংয়ের আয়োজন করা হয়,
এদিনের মিটিংয়ে শিক্ষামন্ত্রী রাজ্য স্তরে,
জেলা স্তরে, ব্লক স্তরে, এএমসি স্তরে,
পৌরসভা স্তরে, নগর পঞ্চায়েত স্তরে, ওয়ার্ড স্তরে "করোনা মনিটরিং এন্ড আয়ার্নেস কমিটি" গঠন করা হয়েছে বলে জানান।
এদিনের মিটিংয়ের মূলত রাজ্যের করোনা স্টেটাস রিভিউ সংক্রান্ত বিষয়ে ও রাজ্যে
যদি করোনা সংক্রমণের সংখ্যা বাড়ে তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা করা
হয়. তাছাড়া করোনা সংক্রমণ রোধ শুধু প্রশাসন নয় জনসাধারণকেও সাহায্যের হাত বাড়িয়ে
দেওয়ার কথা বলেন তিনি এবং বহিঃরাজ্য থেকে রাজ্যের ছেলেমেয়েরা যারা আসছেন ও যাদেরকে
হোম কোয়ারান্টিনে রাখা হচ্ছে তারা যদি ফোনের মাধ্যমে সরকারি সাহায্য চায় রাজ্য
সরকার তাঁদের সাহাযার্থে অবশ্যই এগিয়ে আসবে বলে জানান তিনি।
0 মন্তব্য