
ডেস্কও ওয়েব ডেস্কঃ রাজধানীর পূর্ব শান্তিপাড়া মসজিদ সংলগ্ন এলাকার এক ওষুধ বিক্রেতার গোডাউনে পূর্ব থানার পুলিশের হানা।
গোডাউন থেকে উদ্ধার প্রচুর পরিমাণে নেশাদ্রব্য। অবৈধভাবে মজুত করা হয়েছিল এই
নেশার ট্যাবলেট গুলি।
পূর্ব থানার ওসি সরোজ ভট্টাচার্য্য জানান রামু সাহার ওষুধের গোডাউনে অভিযান
চালিয়ে এই নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা। গোডাউনটি সিল করেছে পুলিশ। কোথা থেকে
এই ধরনের নেশা সামগ্রী মজুদ করা হলো তা খতিয়ে দেখছে পুলিশ।
পূর্ব থানার ওসি জানান সদ্য জিরানিয়া এলাকা থেকে নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার
এর পর তার সূত্র ধরেই এই অভিযান চালানো হয় বৃহস্পতিবার। গোডাউন মালিক রামু শাহা
বর্তমানে পলাতক।

0 মন্তব্যসমূহ